বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় প্রাণের সম্ভাবনা। সন্ধান মিলল অক্সিজেন ও অভিকর্ষ বল
পৃথিবীর বাইরে প্রাণ থাকার সম্ভবনা আবারও জোরালো হল।
বিশেষ করে তা আরও জোরালো হয়ে উঠল বৃহস্পতির একটি উপগ্রহ ‘ইউরোপা’-য়। আর এই জন্যেই প্রাণের সন্ধানে দু’বছরের মধ্যেই বৃহস্পতির উপগ্রহ ইউরোপার কক্ষপথে যাচ্ছে নাসার ‘ইউরোপা ক্লিপার’ মহাকাশযান।
আমেরিকার অস্টিনে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক মার্ক এক গবেষণায় দাবি করছেন, পৃথীবির উপগ্রহ চাঁদের আকর্ষণে যেমন জোয়ার ভাটা সৃষ্টি হয় তেমনই আকারে খুব বড় ও ভারী গ্রহ বৃহস্পতির অত্যন্ত জোরালো অভিকর্ষ বল সৃষ্টি করছে ইউরেপা। এই বলই বরফে জর্জরিত থাকা ইউরোপা উপগ্রহটিতে কিছুটা উষ্ণ থাকতে সাহায্য করে। একই কারণে ইউরোপার জল কনকনে ঠান্ডায় জমে গিয়ে বরফে পরিণত হয় না। জলের তরল অবস্থাতেই বিরাজ করছে সেখানে। শুধু তা-ই নয়, ইউরোপায় অক্সিজেনও সন্ধান মেলার সম্ভাবনা রয়েছে যা প্রাণের অবস্থানকে আরও জোরালো করছে।
‘ডাউনওয়ার্ড অক্সিড্যান্ট ট্রান্সপোর্ট’ শীর্ষক গবেষণাপত্রে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ইউরোপার বরফে লবণাক্ত জলের প্রবাহ নিশ্চিত হওয়া গিয়েছে। এটি ইউরোপার জলে অক্সিজেন থাকার কারণেই হয়েছে বলে দাবি করেন তারা। তাই ইউরোপার অতল জলে প্রাণ সৃষ্টি এবং টিঁকে থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এখন পর্যন্ত বিভিন্ন মহাকাশযান ইউরোপা সম্পর্কে যে সব তথ্য সংগ্রহ করেছে তার ভিত্তিতে, কম্পিউটার সিম্যুলেশনের মাধ্যমেই এই ধারণায় পৌঁছেছেন গবেষকরা।