ইখতিয়ার উদ্দিন মো: বখতিয়ার খলজী- প্রথম মুসলিম জেনারেল যিনি বাংলা বিজয় করেন

 



বাংলায় সেন বংশের রাজাদের শাসনের সময়ে উঁচু-নিচুর জাত প্রভেদ বা বর্ণ বৈষম্যে ছিল অধিকতর।  তাদের শাসনামলে ব্রাহ্মণরাই ছিলো সর্বোচ্চ কর্তা আর নিম্নশ্রেণীর লোকরা ছিল তাদের অধীনস্থ এবং নির্যাতনের শিকার। অধিকন্তু শূদ্ররা ছিল সেনদের নিকট অধিক নিগৃহীত। 

বাংলার এমন বিপর্যস্ত সময়ে আলোর পথ দেখিয়ে, ইনসাফের সমাজব্যবস্থা কায়েম করেন মহান তুর্কী বীর ইখতিয়ারউদ্দিন মুহাম্মাদ বখতিয়ার খিলজি। তার বাংলা বিজয় ছিল এক অতি বিস্ময়কর ঘটনা। মাত্র আঠারো জন সেনা নিয়ে তিনি আকস্মিকভাবে বাংলায় আক্রমণ করে বিনা যুদ্ধে বিজয়ী হয়েছিলেন।

বাংলা বিজেতা এই মহান বীর ছিলেন আফগানিস্তানের সিস্তানের গরমসির যা বর্তমানে দশত-ই-মার্গ নামে পরিচিত, এর অধিবাসী এবং তুর্কীদের খালজ গোত্রভুক্ত।

 তার বাল্যকাল সম্পর্কে তেমন কিছু জানা সম্ভব না হলেও ধারণা করা হয়, দারিদ্রের কারণে তিনি গোত্র ত্যাগ করেন এবং নিজের ভাগ্যান্বেষণের জন্যে  বের হন। প্রথমেই তিনি গজনির সুলতান মুহাম্মদ ঘুরির সৈন্যবাহিনীতে যুক্ত হতে চেয়েছিলেন। সে সময়ের নিয়ম অনুযায়ী, প্রত্যেক সৈন্যকে নিজ ঘোড়া ও যুদ্ধাস্ত্রের ব্যবস্থা নিজেদেরই করতে হতো।

 কিন্তু বখতিয়ারের ঘোড়া বা ঢাল-তলোয়ার কিছুই ছিল না। তাছাড়া আকারে খাটো, লম্বা হাত এবং খুব একটা আকর্ষণীয় চেহারার অধিকারী না হওয়ায় তিনি সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হন। গজনীতে ব্যর্থ হয়ে তিনি দিল্লিতে কুতুবউদ্দীন আইবেকের দরবারে হাজির হন। এখানেও তিনি একই কারণে চাকরি পেতে ব্যর্থ হন। 

এরপরেও আশাহত না হয়ে তিনি বাদাউনে যান। সেখানকার শাসনকর্তা মালিক হিজবর-উদ্দিন তাকে নগদ বেতনে সেনাবাহিনীতে চাকরি প্রদান করেন। কিন্তু এমন চাকুরীতে তিনি সন্তুষ্ট ছিলেন না। সেখানে কিছুদিন কাজ করার পর তিনি অযোধ্যায় চলে যান।

অযোধ্যার শাসনকর্তা মুয়াজ্জম হুসামউদ্দীন বখতিয়ারের অদম্য সাহসিকতা এবং অভিযান পরিচালনা করার যোগ্যত বুঝতে পেরেছিলেন। যার জন্যে, তাকে ভগবৎ ও ভোইলি নামে দুটি জায়গীর প্রদান করে এবং মুসলিম রাজ্যের সীমান্ত রক্ষায় তাকে নিযুক্ত করেন। এসময়েই বখতিয়ার অশ্ব ও অস্ত্রসস্ত্রাদিও সংগ্রহ করেছিলেন। এখানেই বখতিয়ার তার ভাগ্যোন্নয়নের সম্ভাবনা দেখতে পান। এই দুটি পরগনাই পরবর্তীকালে তার শক্তির উৎস হয়ে ওঠে এবং পরবর্তীতে বিভিন্ন অভিযান পরিচালনা করেন। 

পরবর্তী পর্বে আলোচনা করা হবে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বিহার ও বাংলা অভিযান। তাই সাবস্ক্রাইব করে চ্যানেল এন.আর.বি এর সাথেই থাকুন।

Theme images by duncan1890. Powered by Blogger.