সাপ্তাহিক বিশ্ব বিচিত্রা

 


চ্যানেল এন.আর.বি আন্তর্জাতিক বিশ্ব বিচিত্রায় আজকের শিরোনামগুলো ----

১।   যুক্তরাষ্ট্রে হারিকেন ইডা ঝড়ের আঘাতে নিউ অরলিন্সে ১০ লক্ষ পরিবার বিদ্যুৎহীন।

২।   জাপানে মডার্নার আরও ১০ লাখ টিকার ব্যবহার স্থগিত

৩।   যুক্তরাজ্যে নতুন কোভিড ভ্রমন নিয়মে সাতটি দেশ সবুজ তালিকাভুক্ত হল

৪।   মার্কিন ড্রোন হামলায় কাবুলে ৬ শিশুসহ এক পরিবারের ৯ জন নিহত

৫। মিয়ানমারে অবস্থিত সংখ্যালঘু রোহিঙ্গাদের টিকা প্রদান করবে মিয়ানমারের সামরিক জান্তা।

৬। ইউক্রেনে স্ট্যালিন যুগের গণকবর সন্ধান 


আপনারা শুনছিলেন আন্তর্জাতিক বিশ্ব বিচিত্রার শিরোনাম, এখন জানবেন বিস্তারিত-----


১। হারিকেন ইডা ঝড়ের আঘাতে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ১০ লক্ষ পরিবার বিদ্যুৎহীন। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরে হারিকেন ইডা আঘাত এনেছে। ঝড়টি ২৪০ কিলোমিটার বেগে স্থলভাগের পতিত হয়। ঝরটি শক্তিশালী হওয়ায় ব্যাপক  ধ্বংসযজ্ঞ চালিয়েছে।  লুইসিয়ানায় প্রায় এক মিলিয়ন বাড়ী বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। 


যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন ইতিমধ্যেই ঝরটিকে বড় ধরণের দুর্যোগ হিসাবে আখ্যায়িত করেছেন। এছাড়া, উদ্ধার এবং পুনরুদ্ধারের জন্য অতিরিক্ত তহবিল ও প্রকাশ করেছেন তিনি। 


 ইডা হারিকেনটি এই সপ্তাহে মেক্সিকো উপসাগরের শক্তি সংগ্রহ করে রোববার দক্ষিণ নিউ অরলিন্সে আঘাত আনে। উল্লেখ্য,  ২০০৫ সালেও হারিকেন ক্যাটরিনা যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে আঘাত আনে এবং ১৪০০ জনের উপরে মিত্যু ঘটায়। 


২। যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার কোভিড-১৯ টিকায় দূষিত বস্তুর সন্ধান পাওয়ায় আরও ১০ লাখ ডোজ টিকা বাতিল ঘোষণা করেছে জাপান। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানা হয়।



জাপানের রাজধানী টোকিও নিকটবর্তী এলাকায় মডার্ন টিকায় দূষিত বস্তুর সন্ধান মেলে। শনিবার জাপানে মর্ডানার টিকা নেওয়ায় দুজনের মৃত্যুর খবর জানা যায়।  কথা জানা যায়। এ ঘটনায় সর্বশেষ জাপানের দশ লক্ষ ডোজসহ দুই দফায় প্রায় ২৬ লাখের বেশি মডার্না টিকা ব্যবহারের আদেশ স্থগিত করা হয়। জাপানে চলতি মাসে  দৈনিক ২৫ হাজার নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।  এমন ঘটনার মাধ্যমে জাপানে টিকা কার্যক্রম ধীরগতিতে চলছে। 



৩। যুক্তরাজ্যে নতুন কোভিড ভ্রমন নিয়মে সাতটি দেশ সবুজ তালিকাভুক্ত হল। কানাডা এবং ডেনমার্ক থেকে যুক্তরাজ্য ভ্রমণকারী ব্যক্তিত্বের কোন বিচ্ছিন্ন করার প্রয়োজন হবে না। এ তালিকায় আরও রয়েছে ফিনল্যান্ড,  সুইজারল্যান্ড  লিচেনস্টাইন,  এবং লিথুনিয়া। 


আর নতুন লাল তালিকাভুক্ত রয়েছে থাইল্যান্ড এবং মন্টিনিগ্রো ভ্রমণকারীরা। লাল তালিকা ভুক্ত দেশগুলো হতে ভ্রমণকারীদের সরকারি অনুমোদিত হোটেলে বিচ্ছিন্ন হতে হবে। সবুজ তালিকা ভুক্ত দেশগুলো হতে আসা ভ্রমণকারীদের যুক্তরাজ্যে পৃথকীকরণের প্রয়োজন হবে না,  শুধুমাত্র ভ্যাকসিনের ডোজ নিলেই যথেষ্ট। তবে কোন ব্রিটিশ এবং আইরিশ নাগরিকগণ লাল তালিকাভুক্ত দেশে অবস্থান করে থাকলেও  তাদেরকে  যুক্তরাজ্য প্রবেশের অনুমতি দেওয়া হবে। এক্ষেত্রে, যুক্তরাজ্য সরকারের অনুমোদিত কোয়ারেন্টাইন হোটেলে বিচ্ছিন্ন হওয়ার জন্য তাদেরকে অর্থ প্রদান করতে হবে। 



।  মার্কিন ড্রোন হামলায় কাবুলে ৬ শিশুসহ এক পরিবারের ৯ জন নিহত। আফগানিস্তানের কাবুলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় একটি আবাসিক এলাকায় প্রায় ৬ শিশুসহ ৯ জন নিহত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য  জানায়।  রোববার বিকালে আফগানিস্তানের গাজে বুগরা এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ডোন হামলা চালায় মার্কিন বাহিনী। ভুক্তভোগীরা জানান,  তারা একেবারেই সাধারণ একটি পরিবার। তাদের সাথে আই.এসের কোন সম্পৃক্ততা নেই।



৫।  মিয়ানমারে অবস্থিত সংখ্যালঘু রোহিঙ্গাদের টিকা প্রদান করবে মিয়ানমারের সামরিক জান্তা। মিয়ানমারে ক্ষমতাশীল সামরিক বাহিনীর একজন মুখপাত্র এ খবর জানায়  বার্তা সংস্থা একে, উল্লেখ্য ২০১৭ সালের সামরিক অভিযানে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। তবে যেসব রোহিঙ্গা  এখনো আরাকান অঞ্চলের রয়েছে,  তাদেরকে টিকা পরিকল্পনার আওতায় আনবে মিয়ানমার জান্তা।

 মিয়ানমারের সামরিক জান্তার মুখপাত্র  জাও মিন তুন জানায়, মিয়ানমারের করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় যথেষ্ট  অগ্রগতি দেখিয়েছে। এরই অংশ হিসেবে এ বছরের শেষ নাগাদ মিয়ানমারে অর্ধেক জনসংখ্যা টিকা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। 



৬।  ইউক্রেনে সবচেয়ে বড় স্ট্যালিন যুগের গণকবর পাওয়া গিয়েছে। ইউক্রেনের দক্ষিণ অংশের শহর অডিসিতে আয়  ২৯-টি কবরে প্রায় ৫০০০ থেকে ৮০০০ মানুষের দেহাবশেষ পাওয়া গিয়েছে। ইউক্রেনীয়দের ধারণা কবরগুলো  সোভিয়েত ইউনিয়নের সময় স্ট্যালিনের শাসনামলের সংঘটিত হতে পারে। ইউক্রেনের ন্যাশনাল মেমোরি ইনস্টিটিউটের আঞ্চলিক শাখার প্রধান সের্গেই গুটসালিউক এএফপিকে জানায়,  ১৯৩০ দশকের শেষের দিকে সোভিয়েত ইউনিয়নের সিক্রেট পুলিশ এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। 


উল্লেখ্য রাশিয়া ১৯৩৮ সালের পরে রাশিয়ার গোপন পুলিশ ইউক্রেনের ওডিসিতে আয় প্রায় আট হাজার ৬০০ জনকে মৃত্যুদণ্ড দেয়। 

Theme images by duncan1890. Powered by Blogger.