অবৈধ অভিবাসীদের দ্বিপে পাঠানোর পরিকল্পনা যুক্তরাজ্যের, একই সিদ্ধান্তের পথে ডেনমার্ক

 


যুক্তরাজ্যের রক্ষণশীল সরকার এবার অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশকারীদের দূরের বিচ্ছিন্ন দ্বীপে পাঠানোর পরিকল্পনা নিচ্ছেন এবং এ বিষয়ে একটি আইনও পাস করতে যাচ্ছেন। 

ইংল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ব্রিটিশ পার্লামেন্টে ন্যাশনাল এন্ড বর্ডার নামের একটি নতুন আইন উত্থাপিত করতে যাচ্ছেন। ব্রিটিশ সরকারের এ পরিকল্পনার আওতায় বিশ্বের বিভিন্ন দেশ হতে আগত অবৈধ অভিবাসীদের জন্য যুক্তরাজ্য ভূখন্ডের বাইরে কেন্দ্র খোলা হবে। কেউ যদি অনিয়মিত পথে যুক্তরাজ্যে আসে তা হলেও তাদেরকে দ্বীপে পাঠানো হবে। তাদের প্রস্তাবিত দ্বীপগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আটলান্টিক সমুদ্রের অ্যাসেনশন, জিব্রাল্টারআইল অব ম্যান।

উল্লেখ্য চলতি বছরে প্রচুর অবৈধ অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে এসেছে যাদের সংখ্যা পাঁচ হাজার ছয় শত জনের উপরে।  অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকানোর জন্যে  পরিকল্পনাটি নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে।  

অবশ্য যুক্তরাজ্যের সাথে মিল রেখে একই ধরনের আইন করতে যাচ্ছে ডেনমার্ক। তাদের পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীসহ যে কোন আশ্রয়প্রার্থীদের পাঠিয়ে দেয়া হবে আফ্রিকার তৃতীয় কোন দেশে। ইতিমধ্যেই ডেনলার্ক সরকার আফ্রিকার রুয়ান্ডার সাথে সমঝোতা চুক্তি করেছে। এছাড়া তিউনিশিয়ায়, ইথুইপিয়া, মিশর ও ইরাকের সঙ্গেও আলোচনা করছে ডেনমার্ক।

Theme images by duncan1890. Powered by Blogger.