ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি, কি কি পরিবর্তন হলো?
২০১৬ সালে ব্রেক্সিট সম্পন্ন হওয়ার পর এই বছর থেকে ইউরোপ ইউনিয়নের সাথে প্রায় পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি কার্যকর হচ্ছে।
ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্ত কার্যকর হওয়ার পর ইউরোপিয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর সাথে যুক্তরাজ্যের নানা পরিবর্তন আসবে। তবে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেলেও পুর্ণবহাল থাকছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধা। তবে ব্রেক্সিটের কারণে এখন থেকে নিরাপত্তাজনিত কারণে কাস্টম ও ছাড়পত্রের জন্য সীমান্ত পারাপারে নতুন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। রপ্তানির ক্ষেত্রেও এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। বৃটেন সীমান্ত থাকবে বিভিন্ন বিধিনিষেধ।
এখন থেকে ব্রিটিশ নাগরিকদের ইউ ভুক্ত দেশ গুলোতে ৯০ দিনের বেশি অবস্থানের জন্য ভিসা লাগবে। যুক্তরাজ্যের নাগরিকদের জন্য কোন প্রকার বাড়তি রোমিং চার্জ আরোপ করা হবে না। বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ায় জলপথে আসছে নানা পরিবর্তনে, সাথে পরিবর্তন হচ্ছে শিক্ষা বিষয়কও।
ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তির আওতায় আগামী পাঁচ বছর তার জলসীমায় ক্রমাগত বেশি পরিমাণ মাছ শিকার করতে পারবে। ২০২৬ সালের পর যুক্তরাজ্য তার জল সীমানায় অন্য দেশগুলোর মাছ শিকারের প্রবেশ ঠেকাতে পারবে।
বাণিজ্য চুক্তি কার্যকর হলে ব্রিটিশ নাগরিকরা ব্যাংকিং, স্থাপত্য ও অনান্য চাকরিতে আগের মতন ইউরোপিয় ইউনিয়নে আর বাধামুক্ত প্রবেশাধিকার পাবে না। আগের নিয়ম অনুযায়ী বিভিন্ন চাকরির জন্য ব্রিটেন থেকে পাওয়া সনদ ইউরোপীয় ভুক্ত যেকোনো দেশে ব্রিটিশ নাগরিকরা ব্যাবহার করতে পারত। তবে এখন থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে।