গ্লোবাল ভিলেজ এবং এর উপাদান
কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারবার্ট মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম বিশ্বগ্রামের ধারণা দেন তার বই Guttenberg Galaxy (১৯৬২), এবং Understandinng media (1964) মাধ্যমে
বিশ্বগ্রামের সংজ্ঞাসমূহ :-
Yourd dictionary ---"The definition of a global village is the idea that people are connected by easy travel, mass media and electronic communication, and have become a single community.
"গ্লোবাল ভিলেজ হলো একটি ধারণা যেখানে মানুষ সহজ যাতায়াত, গণমাধ্যম, ইলেক্ট্রনিক কমিউনিকেশন দ্বারা পরস্পর সংযুক্ত এবং একটি একক কমিউনিটি পরিণত হতে পারে।
Macmillian dictionary --- "The modern world which all countries depend on each other and seem to be closer together because of modern communication and transport system"
"একটি আধুনিক দুনিয়া যেখানে সব দেশ সমূহ একটি অপরটির উপর নির্ভরশীল এবং আধুনিক যোগাযোগ এবং যাতায়াত ব্যাবস্থার মাধ্যমে খুব বেশি কাছাকাছি মনে হয়।"
Oxford American dictionary --- "The world considered a single community linked by telecommunications."
বিশ্বগ্রামের উপাদান দুই রকমের, একটি এর বাস্তবায়ন সংশ্লিষ্ট উপাদান এবং এর ধারণা সংশ্লিষ্ট উপাদান। বিশ্বগ্রামের বাস্তবায়নের উপাদানগুলো হার্ডওয়্যার, সফটওয়্যার,, তথ্য এবং ইন্টারনেট সংযোগ আর ধারণার উপাদানগুলো যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যাবসা-বানিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়।
যে কোন বই দিয়ে বিশ্বগ্রাম এবং এর সংশ্লিষ্ট উপাদানগুলো বিস্তারিত পড়ার পর নিচের MCQ গুলো ট্রাই করবো।
1. নিচের কোনটি বিশ্বগ্রামের উপাদান?
(ক)সার্ভার
(খ) ইন্টারনেট
(গ) ভিডিও
নিচের কোনটি?
(১) ক ও খ (২) খ ও গ
(৩) গ ও ঘ (৪) ক, খ এবং গ
2. কত সালে ARPANET নেটওয়ার্ক তৈরে করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ?
(ক) ১৯৭৯
(খ) ১৯৬৯
(গ) ১৯৮৯
(ঘ) ১৯৫৯
3. ইমেইল ব্যাবহার শুরু হয় কত সালে?
(ক) ১৯৬১
(খ) ১৯৭২
(গ) ১৯৬২
(ঘ) ১৯৭১
4. ইমেইল ব্যাবহার শুরু করেন কে?
( ক) রেমন্ড স্যামুয়েল টমলিসন
(খ) টিম বার্নার লি
(গ) এডমন্ড রিগান
(ঘ) মাইক স্পেনযস
5. টেলিকনফারেন্স পদ্ধতি উদ্ভাদন করেন?
(ক) অধ্যাপক হাক্স
(খ) রেমন্ড স্যামুয়েল টমলিসন
(গ) মরি টারফা
(ঘ) টিম বার্নার লি
6. ইন্টারনেটে বিজ্ঞাপনের জন্য ব্যাবহৃত হয়?
(ক) গ্রাফিক্স ডিজাইন
(খ) বুলেটিন বোর্ড
(গ) world wide web ( WWW)
(ঘ) ব্যান্ডইউডথের
7. নিচের কোন দেশে দূরশিক্ষণ বিশ্ববিদ্যালয় রয়েছে?
(ক) জাপান
(খ) জার্মানি
(গ) তুরস্ক
(ঘ) ইরান
8. রিজার্ভেশন সিস্টেমে যে নেটওয়ার্ক ব্যাবহৃত হয় :-
(ক) LAN
(খ) PAN
(গ) Internet
(ঘ) WAN
9. চিকিৎসা ক্ষেতে আইসিটির ব্যাবহার ত্বরান্বিত করেছে :-
(১) বায়োসেন্সর
(২) ন্যানো প্রযুক্তি
(৩) Lab-on-a-chip
নিচের কোনটি?
(ক) ১ ও ২ (খ) ২ ও ৩
(খ) ১ ও ৩ (ঘ) ১, ২ ও ৩
10. ই-ব্যাংকিং এ ব্যাবহৃত হয়:-
(ক) ভি-স্যাট। (খ) ইন্টারনেট
(গ) আলপিন। (ঘ) মাইক্রোসফ্ট অফিস
11. CC এর পূর্ণরূপ :-
(ক) Cadshit Chart (খ) Carbon Copy
(গ) Copy Connection. (ঘ) Carbon Chip
12. SABRE এক ধরণের কি ?
(ক) বুলেটিন বোর্ড
(খ) টেলিকনফারেন্স
(গ) টেলিমেডিসিন
(ঘ) রিজার্ভেশন সিস্টেম
13. বায়োসেন্সরের প্রথম ধারণা দেন-
(ক) পি.জে লাস্কি
(খ) রিচার্ড ব্যারোস
(গ) ক্যাথরিন মাহের
(ঘ) অধ্যাপক ক্লার্ক
14. বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দেন -
(ক) আ্যান্ড্রু মার্ভেল
(খ) মাইকেল স্পেন্স
(গ) হারবার্ট মার্শাল ম্যাকলুহান
(ঘ) রেমন্ড স্যামুয়েল
15. ইমেইলের জন্য ব্যাবহৃত সফ্টওয়্যার :-
(ক) Firefox
(খ) Endura
(গ) XAMP
(ঘ) AutoCAD
16. বিশ্বগ্রামের ধারণা পাওয়া যায়, যে বইটিতে
(ক) দ্যা মিডিয়া অফ ইন্টারনেট
(খ) গুটেনবার্গ গ্যালাক্সি
(গ) ইন্টারনেটিং কনসেপ্ট
(গ) দ্যা নেটওয়ার্ক
17. আমাজন যাত্রা শুরু করে --
(ক) ১৯৯৫
(খ) ১৯৯৭
(গ) ২০০০
(ঘ) ২০০৫
১৮. নিচের কোনটি বিশ্বগ্রাম ধারণা সম্পর্কিত উপাদান?
(ক) রাউটার
(খ) ইন্টারনেট
(গ) গবেষণা
(ঘ) তথ্য
১৯. টেলিফোন ব্যাবহার করে ই.সি.জি সম্প্রচার করেন?
(ক) টিম বার্নার লি
(খ) গ্রাহামবেল
(গ) মাইক স্পেন্স
(ঘ) আইনধোকেন
২০. অফিস অটোমেশনের জন্য ব্যাবহৃত হয় -
(ক) WAN
(খ) LAN
(গ) PAN
(ঘ) Wifi