ইংরেজি বিভাগের ছাত্ররা যে ভাবে কেরিয়ার করবেন।
#কেরিয়ার_ইংরেজি বিভাগ
ইংরেজি সাহিত্য অনেক জনপ্রিয় এবং মর্যাদাপূর্ণ একটি বিভাগ। যারা এই বিষয়ে স্নাতক করছেন তাদের আগে থেকেই একটি ভবিষ্যৎ পরিকল্পনা করা উচিৎ যে তারা স্নাতক করার পর কোন সেক্টরে কেরিয়ার গড়ে তুলবে। একটি সঠিক পরিকল্পনা ছাড়া ভালো সি.জি.পি. পেয়েও আপনাকে বেকারের খাতায় নাম লিখতে হতে পারে অথবা দরজায় দরজায় ঘুরতে হতে পারে একটি চাকরি যোগার করার আশায়। তাই যারা পাঠ্যক্রম পড়ার পাশাপাশি কেরিয়ার গড়ার জন্য নিজের সূক্ষ যোগ্যতার উপর নজর দিয়ে থাকে, তারাই কর্ম জীবনে ভালো করতে পারেন।
যারা ইংরিজি সাহিত্য পড়ছেন তারা যে যে বিষয়ে কেরিয়ার গড়তে পারেন।
১। ডিজিটাল কপিরাইটার।
২। সহযোগী ইডিটরিয়ার
৩। শিক্ষক
৪। লেক্সিকোগ্রাফার
৫। ম্যাগাজিন জার্নালিস্ট
৬। নিউজপেপার জার্নালিস্ট
৭। প্রুফরিডার
৮। ট্যালেন্ট এজেন্ট
৯। ভয়েব কনটেন্ট ম্যানেজার
১০। লেখক
এছাড়া ইংরেজি বিভাগের ছাত্ররা যে যে বিষয়ে কাজ করে থাকে :-
১। লাইবেরিয়ান
২। বিজ্ঞাপনের কপিরাইটার
৩। আর্টস এডমিনিস্ট্রেটর
৪। শিক্ষা ফার্ম
৫। তথ্য অফিসার
৬। মেন্টর
৭। মার্কেটিং এক্সিকিউটিভ
৮। মিডিয়া রিসার্চার
৯। পি.পি.সি স্পেশালিস্ট
১০। পাবলিক রিলেশন অফিসার
১১। রেকর্ডস ম্যানেজার
১২। সোসাল মিডিয়া ম্যানেজার
সিভিতে যে যে বিষয় আলোকপাত করা উচিৎ :-
১। স্বাধীন কর্মক্ষমতা
২। সময় ব্যাবস্থপনা ও সংগঠন
৩। পরিকল্পনা ও গবেষণার কাজ
৪। জ্ঞান সন্ধিযুক্ত করা, এবং জটিল তত্ত্ব, মতবাদ ও ধারণা বোঝার সক্ষমতা
৫। যে কোন আলোচনায় অংশগ্রহণ করা এবং ন্যেতিত্ব দেওয়ার যোগ্যতা
৬। সন্ধিস্থাপন এবং দলগতভাবে কাজ করার দক্ষতা
৭। যে কোন যুক্তি বা মতবাদ জ্ঞাপন করার ক্ষমতা ও বিশ্লেষন করা।
৮। নিজিস্ব বিচারশক্তির মাধ্যমে বিকল্প পরিপ্রেক্ষণ করা।
৯। ক্রিটিকাল রিসোনিং এবং এনালাইস।
১০। উপযুক্ত আই.টি জ্ঞানের ধারণা।