সিরাজগঞ্জে ভদ্রঘাট গ্রামের প্রফেসর হাউসে মিলাদ মাহফিল ও শীত বস্ত্র বিতরণ।

 





সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের শেখ পাড়ার অন্তর্গত প্রফেসর হাউজে রবিবার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া ভদ্রঘাট ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্ভার্থনা, হাফেজ ও দুস্থ মানুষেদের মাঝে কোম্বল বিতরণ করা হয়।

প্রফেসর আব্দুস সোবহান শেখ, প্রফেসর শামসুর নাহার ও প্রফেসর সাদেক ইমাম শেখের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। দুইদিন ব্যাপি এই অনুষ্ঠানে প্রফেসর সাদেক ইমাম শেখ হেলিকপ্টার যোগে উপস্থিত হন। 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছেন এশিয়ান ইউনিভার্সিটি রাজশাহী ক্যাম্পাসের সাবেক উপাচার্য  প্রফেসর  আব্দুস সোবহান শেখ, প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক খান আর  বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস ট্রিনিটি সেইন্ট ডেভিড এর সিনিয়র শিক্ষক সাদেক ইমাম শেখ। 

অনুষ্ঠানটিতে সহযোগিতা করার জন্য সভাপতি আব্দুস সোবহান শেখ সকলকে ধন্যবাদ জানান। গ্রামের সার্বিক কল্যাণে তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান। ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক অনুষ্ঠানটির ভূয়সি প্রসংশা করে বলেন গ্রামের মাঝে কল্যাণকর এমন উদ্যোগ প্রতি বছর নেওয়া জরুরী। প্রফেসর সাদেক ইমাম শেখ বলেন যে তিনি গ্রামের সাধারণ মানুষের কল্যাণে কাজ চালিয়ে যেতে চান এবং এই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি আরও বলেন :-

"ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা আর আরাম আয়েশের জীবন থাকলেও দেশের মাটি আর মানুষের জন্য কিছু করার এই প্রয়াস সব সময় চালু থাকবে। স্রোতের বিপরীতে চলতেই  আমার ভালো লাগে আর সমালোচকরাই আমার প্রেরণার উৎস।"

Theme images by duncan1890. Powered by Blogger.