বাড়ছে মানব পাচার: বেলারুশে ইরাকের অবৈধ অভিবাসী
হাজারো ঝুঁকি সত্ত্বেও বেলারুশ হয়ে ইউরোপে পৌঁছাবার পথে নামেন ইরাকের কুর্দি অঞ্চলের এক শহরের বহু মানুষ। স্থানীয় দালালচক্রের সহায়তায় ইউরোপে মানবপাচারের এই পথ আরো জনবহুল হয়ে উঠছে।
শিলাদজে শহরের এক স্থানীয় কুর্দি দালাল একসাথে দুইশ মানুষকে এই অঞ্চল থেকে বের করে ইউরোপে নিয়ে গেছে বলে দাবি জানিয়েছে। প্রথমে বৈধপথে বিমানে চেপে বেলারুশের রাজধানী মিনস্কে পৌঁছানো ও তারপর অবৈধ উপায়ে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ঢোকা, পুরো যাত্রার দায়িত্বে ছিল এই দালাল, জানাচ্ছে রয়টার্স।
চলতি বছরের বসন্তের শেষ থেকে বাড়তে থাকে বেলারুশ থেকে ইউরোপে ঢুকতে চাওয়া মানুষের ভিড়। ঠিক সেই সময়েই নাম প্রকাশে অনিচ্ছুক এই কুর্দি দালালের ব্যবসাও জমে উঠতে থাকে। যদিও সে জানে যে এই পথে মানুষের মৃত্যু একটি দৈনন্দিন বাস্তবতা।
গত মাসে বেলারুশ থেকে পোল্যান্ডে প্রবেশ করার পর মৃত্যু হয় এক ইরাকি অভিবাসনপ্রত্যাশীর। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের পূর্বাঞ্চলের সীমান্তে এমন মৃত্যু অহরহ ঘটছে। পোল্যান্ড, লিথুয়ানিয়াসহ ইউরোপিয়ান ইউনিয়নের অভিযোগ, বেলারুশ ইচ্ছে করে ইরাক ও আফগানিস্তান থেকে অভিবাসীদের নিয়ে এসে ঠেলে দিচ্ছে ইউরোপের দিকে। এই পদক্ষেপ আসলে ইইউ-কে চাপে রাখার এক ধরনের কৌশল বলে মনে করছে ২৭টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত ইইউ।