জম্মু-কাশ্মীরের উড়ি সিমান্তে জঙ্গি প্রবেশ
ভারতের জম্মু-কাশ্মীরের উরি সীমান্তে পাকিস্তান থেকে এই সপ্তাহে বেশ কয়েক দফায় উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গী অনুপ্রবেশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।
জম্মু-কাশ্মীরের উরি সিমান্তে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ডিপে পান্ডে জানান, উড়ি সীমান্ত দিয়ে পূর্বে কখনো এতো সংখ্যক জঙ্গি সদস্য প্রবেশ করতে সক্ষম হয়নি।
স্যাটেলাইটের মাধ্যমে জঙ্গি অনুপ্রবেশ এর ঘটনা নিশ্চিত হওয়া গিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট আরো জানান যে তাদেরকে সনাক্ত করতে ইতিমধ্যে অভিযান চালানো হয়েছে। ২০১৬ সালের পর ভারত পাকিস্তান সীমান্ত লাইন অফ কন্ট্রোলে এমন ঘটনা ঘটেনি।
স্যাটেলাইট চিত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ৩০ ঘণ্টার বেশি সময় ধরে উক্ত অঞ্চলজুড়ে জঙ্গি বিরোধী অভিযান চালানো হয়েছে। জম্মু-কাশ্মীরের উরি অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল ফোন সার্ভিস বন্ধ করে রাখা হয়েছে। এমন ঘটনাকে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলে অভিযোগ করা হয়েছে ভারতের পক্ষ থেকে।
উল্লেখ্য ভারত-পাকিস্তানের রাজনীতিতে অন্যতম ডি ফ্যাক্টো, লাইন অফ কন্ট্রোল ১৯৭২ সালের সিমলা চুক্তির মাধ্যমে গৃহীত হয়েছে। লাইন অব কন্ট্রোল ভারতের নিয়ন্ত্রণাধীন থাকা দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখ কে পাকিস্তান হতে বিভক্ত করেছে। অন্যদিকে পাকিস্তানের অংশে থাকা আজাদ কাশ্মীর ও গিলগিত-বালতিস্তান কে ভারত হতে বিভক্ত করেছে।
ভারত-পাকিস্তান সীমানায় অবস্থিত লাইন অফ কন্ট্রোলে তিনটি পারাপার পয়েন্ট রয়েছে। এ পয়েন্টগুলো হচ্ছে চকোঠি বা সালামাবাদ, তেত্রিনোট বা চাখান-দা-বাগ, চিলিয়ানা বা তীতওয়াল।