Tense:-Finite English Program

 


1.1. Tense হল ক্রিয়ার কাল। Tense শুধুমাত্র Verb এর হয়। Verb মানে একটা কাজ। কাজ যখন , তখন নিশ্চই তার একটা সময় আছে। অর্থাৎ কাজটা কখন হয় , বা হয়েছিল বা হবে। Tense — এই সময়টাই বলে দেয়।


1.2   Tense প্রধানত তিন প্রকার। যেমনঃ-


(a) Present Tense বা বর্তমান কাল।

(b) Past Tense বা অতীত কাল।

(C) Future Tense বা ভবিষ্যৎ কাল।

 1.3     present tense:- ৪ প্রকার। যেমন:-


1. Present Indefinite
2.Present Continuous
3. Present Perfect
4. Present Perfect Continuous


   1.4.    Past Tense (অতীত কাল) :- ৪ প্রকার। যেমন :-

1.  Past Indefinite or Simple Tense
2.  Past Continuous Tense or Progressive Tense
3.  Pest Perfect Tense
4.  Pest Perfect continuous Tense


1.5. Future Tense (ভবিষৎ কাল) :- ৪ প্রকার। যেমন :-

1.  Future Indefinite or Simple Tense

2.  Future Continuous or Progressive Tense

3.   Future Perfect Tense 

4.   Future perfect continuous tense.


                          Present tense

1.6 যে verb এর কাজ বর্তমানে সম্পন্ন হয় বুঝায়, তার কালকে Present tense বলে । present tense চার প্রকার।

1. Present Indefinite
2.Present Continuous
3. Present Perfect
4. Present Perfect Continuous


             Present Indefinite Tense 

যেমনঃ

I go to school. ( আমি স্কুলে যাই)

I do not go to school 

He goes to school.  

He does not go to school


           Present Continuous Tense

1.8 বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়া বা verb এর শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি থাকে।

গঠন:
Subject+am/is/are+ verb+ing+object.

Example :-

I am doing the work.

I am not doing the work.

He is doing the work.

He is not doing the work.


         Present Perfect Tense


1.9 কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে (অপ্রকাশিত), এরূপ বোঝালে Present perfect tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়াছ, য়াছে, য়াছি, য়াছে, য়াছেন, য়েছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই, বোঝালে Present perfect tense হয়।

গঠন:
Subject + have/has + past participle + object.

Example:-

I have done the work.  

I haven't done the work.

He has done the work.


  Present Perfect Continuous Tense


2.00 কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে Present perfect continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছ, তেছি,তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে।

গঠন:
Subject + has been/have been + main verb + ing + since/from/for + object.

Examples:-

I have been doing the work for 3 days. 

I haven't doing the work since morning. 

He has been doing the work.


           Exercise In Practice 01

Trace the types of present tense in the following.


1. I write something. 

2. It has been raining since morning.

.3. He has completed the home work. 

4. Diamond cuts diamond.

5. We are working hard to learn English.

6. We have eager to learn it but we have less interest to do exercise timely.

7. Antara Luin does late in the class.

8. Ava sarkar is attaining in her final exam.

9. Oshmita Afrin's final exam is knocking at the door.

10. Mamun M. has great determination to learn something.

11. It is appreciable that Nasidul Islam has much eager to learn.

12. We have been learning something new and more interestingly from this months.

13. Isn't her exam knocking at the door?

14. Isn't she attaining in her final exam?

15. Does she do late in the class? 









 

Theme images by duncan1890. Powered by Blogger.