আবারও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক বাহিনী দাবি করেছে তাদের উপকূল সীমানায় উত্তর কোরিয়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। উল্লেখ্য দক্ষিণ কোরিয়ায় মার্কিন গোয়েন্দা প্রধানদের সাথে দক্ষিণ কোরিয়া ও জাপানের বৈঠকে বসার কথা ছিল। এই খবর পাওয়ার পরপরই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পরিক্ষা চালালো।
দক্ষিণ কোরিয়া জানাচ্ছে, মঙ্গলবার উত্তর কোরিয়ার সিনপো বন্দর থেকে একটি ক্ষেপণাস্ত্র জাপানের পূর্ব সাগরে অবতরণ করে যা জাপান সাগর নামে পরিচিত। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উত্তর কোরিয়ার ব্যালাষ্টিক ক্ষেপনাস্ত্রের বিষয়টি উল্লেখ করে বলেন, উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র পরিক্ষা অত্যন্ত দুঃখজনক।
বর্তমান উত্তর কোরিয়া হাইপারসনিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বিমান বিধ্বংসী অস্ত্র পরীক্ষা চালানোর দাবি করছে। তাদের এই পরীক্ষাগুলো কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্বেও চালানো হচ্ছে। উত্তর কোরিয়া অবিরত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও পারোমানিক অস্ত্র পরীক্ষা চালানোর জন্যে জাতিসংঘের তরফ থেকে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
উল্লেখ্য উত্তর কোরিয়ার সাথে পাল্লা দিয়ে দক্ষিণ কোরিয়াও তাদের নিজস্ব অস্ত্রের বিকাশ ঘটাচ্ছে। এর ফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কোরীয় উপদ্বীপে অস্ত্র-সামগ্রীর তীব্র প্রতিযোগিতা চলছে উভয় দেশের মধ্যে।